হোম > ছাপা সংস্করণ

নতুন নিপীড়ন কৌশল কেমন হবে জবাব

ভারতের বর্তমান শাসক ও হিন্দুত্ববাদী রাজনৈতিক দল বিজেপির মুসলমান নিপীড়নের কৌশল সম্প্রতি নতুন পর্যায়ে প্রবেশ করেছে। দিনদুপুরে ব্যাপক পুলিশ, নগর কর্তৃপক্ষ, উৎসাহী জনতা ও গণমাধ্যমের উপস্থিতিতে বুলডোজার দিয়ে মুসলমানদের ঘর, দোকান ইত্যাদি গুঁড়িয়ে দেওয়া তারই অংশ। নিপীড়নের ধরন যেহেতু নতুন, তাই প্রতিরোধও হতে হবে নতুন। আল জাজিরায় এক বিশ্লেষণে এমনটাই লিখেছেন ভারতের মধ্যবিত্ত শ্রেণির জনপ্রিয় লেখিকা অরুন্ধতী রায়।

দ্য গড অব স্মল থিংসের এই লেখিকার মতে, ভারতের ঘুণে ধরা, বিপর্যস্ত গণতন্ত্র একটি ক্রান্তিকাল পার করছে। নির্লজ্জ রকম বেআইনি শাসনের কারণে এ দেশটি আর ‘রাষ্ট্র’ নাই। এটি একটি ‘হিন্দু-ফ্যাসিস্ট এন্টারপ্রাইজে’ পরিণত হয়েছে, যার বিপুল গণসমর্থন রয়েছে। বর্তমান শাসকেরা নিজেদের হিন্দু দেবতা ভাবেন, যাঁদের চোখে মুসলমানরা গণশত্রু।

মুসলমানদের ইতিপূর্বে গণপিটুনি, পরিকল্পনা করে হত্যা, হাজতে নির্যাতনের মাধ্যমে খুন, ক্রসফায়ার বা বিনা কারণে জেলহাজত ছিল বিজেপির পুরোনো কৌশল। বুলডোজার দিয়ে মুসলমানদের ঘর গুঁড়িয়ে দেওয়াটা একেবারে নতুন। শুধু ঘর বা দোকান গুঁড়িয়ে দেওয়াই এটার উদ্দেশ্য নয়। এর সুপ্ত এবং সবচেয়ে ভয়াবহ উদ্দেশ্য—এমন একটি বার্তা, কিচ্ছু করতে পারবা না, খালি দেখবা। গাদ্দার কোথাকার, কে তোমাদের উদ্ধার করতে আসবে?

বুলডোজারের ধাতুর ধারালো যেসব ব্লেড রয়েছে, তা দেখতেই সহিংস। কোনো ঘর ভাঙতে যখন এটা হাজির হয়, এমনিতেই ভয় লাগে। অথচ বিজেপির নেতা ও সমর্থকদের কাছে লোহা বা ইস্পাতের যন্ত্রটি একধরনের স্বর্গীয় শক্তি, যা শত্রুদের ছত্রখান করছে, নিমেষে ধুলায় মিশিয়ে দিচ্ছে।

কর্তৃপক্ষ বলছে, অবৈধভাবে নির্মাণ করায় এসব ঘর বা দোকান ভাঙা হচ্ছে। কিন্তু, সরকারসহ ভারতের কে না জানে, এ দেশের শহর বা শহরতলির অধিকাংশ দোকান বা ঘরের সঠিক কাগজ নেই। এসব যুক্তি ভিত্তিহীন। মুসলমানদের কণ্ঠরোধ করা, মুসলমান সমাজকে অসহায়, উপায়হীন করাই এসব বুলডোজারের মূল উদ্দেশ্য।

ম্যান বুকারজয়ী এই লেখিকা মনে করেন, বিজেপির বিরুদ্ধে যারা দাঁড়াবে, তাদের বহু ফ্রন্টে একসঙ্গে সক্রিয় হতে হবে। ব্লাসফেমি আইনের দাবি করা যাবে না। এটা বিজেপিবিরোধী গণতান্ত্রিক শক্তিগুলোর কোনো কাজে আসবে না। উল্টো বিজেপির কাজে আসবে সবচেয়ে বেশি। তাই ভারতীয় মুসলমান ও যেকোনো নাগরিককে অত্যন্ত সতর্কতার সঙ্গে বিজেপির ফ্যাসিস্ট নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে। খুনের বদলে খুন নয়, হতে হবে সাধকের মতো দূরদর্শী।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ