হোম > ছাপা সংস্করণ

তাড়াশে উৎসবমুখর ভোট

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

পঞ্চম ধাপে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার চারটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট গ্রহণ উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। তালম, দেশীগ্রাম, মাগুড়াবিনোদ ও সগুনা ইউনিয়নে গতকাল বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা, প্রার্থীদের মনোনীত পোলিং এজেন্ট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে ভোট গণনা শুরু হয়।

জানা গেছে, পঞ্চম ধাপে উপজেলার ৮টি ইউনিয়নে নির্বাচনে চেয়ারম্যান পদে ১৬ জন, সাধারণ ইউপি সদস্য ১৪২ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ৪৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার চারটি ইউনিয়নের ৩৬টি ওয়ার্ডে ৩৭টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়। ৩৭টি ভোটকেন্দ্রে ৬৯ হাজার ৫২৩ জন নারী-পুরুষ তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। তালম ইউনিয়নে পুরুষ ভোটার সংখ্যা ৮ হাজার ৫০১ জন, নারী ভোটার ৮ হাজার ৭৫৬ জন। অপরদিকে সগুনা ইউনিয়নে পুরুষ ভোটার ৯ হাজার ৩০ জন, নারী ভোটার ৮ হাজার ৮৯৮ জন।

মাগুড়াবিনোদ ইউনিয়নে পুরুষ ভোটার ৯ হাজার ৮৮ জন, নারী ভোটার ৮ হাজার ৮৫১ জন, দেশীগ্রাম ইউনিয়নে পুরুষ ভোটার ৭ হাজার ৯৯৫ জন এবং নারী ভোটার ৮ হাজার ৪০৪ জন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা উজ্জ্বল কুমার রায় বলেন, পঞ্চম ধাপে উপজেলার ৪টি ইউনিয়নে অবাধ ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পূর্ণ হয়েছে। ৩৭টি ভোটকেন্দ্রের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ