কমলগঞ্জ উপজেলায় ভারতীয় বিড়িসহ ফরিদ আলী (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গত শনিবার পতনঊষার ইউনিয়নের সরিষতলা থেকে রাত সাড়ে ১২টার সময় তাঁকে আটক করা হয়।
আটক ফরিদ আলী কুলাউড়া উপজেলার শরিফপুর ইউনিয়নে মাতাবপুর গ্রামের আবিদ আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, নিষিদ্ধ ভারতীয় বিড়ি গাড়িযোগে পাচার হচ্ছে গোপন সংবাদে জানতে পারে পুলিশ। পরে ১২ হাজার পিস বিড়িসহ ফরিদ আলীকে আটক করা হয়। উদ্ধার করা বিড়ির বাজার মূল্য প্রায় ২৪ হাজার টাকা।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আব্দুর রহমান গাজি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ১২ হাজার পিস বিড়িসহ এক যুবকে আটক করা হয়েছে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।