সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় ইয়াবাসহ দুজনকে আটক করেছে র্যাব। গতকাল সোমবার ভোরে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৪ হাজার ৮৬৫টি ইয়াবা এবং তা পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
আটক মো. রায়হান (৩১) সোনারগাঁও থানার ভারগাঁও এলাকার এবং মো. জিয়া উদ্দিন সাগর (২৮) নোয়াখালীর সেনবাগ থানার মৌটুবী এলাকার বাসিন্দা।
গতকাল দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১১-এর এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু। তিনি জানান আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, কৌশলে মোটর সাইকেলযোগে দীর্ঘদিন ধরে তাঁরা ইয়াবা পরিবহন করে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় মাদক ব্যবসায়ীদের নিকট ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিলেন। তাঁদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।