হোম > ছাপা সংস্করণ

পেট্রলের সংকট, দুর্ভোগ চরমে

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে পাম্পগুলোতে (ফিলিং স্টেশন) পেট্রলের সংকট দেখা দিয়েছে। কোনো ঘোষণা ছাড়াই এক সপ্তাহ ধরে চলছে এ অবস্থা। সরবরাহ না থাকায় বেশির ভাগ ফিলিং স্টেশনে পেট্রল বিক্রি বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন পেট্রলের ওপর নির্ভরশীল বিভিন্ন যানবাহনের চালকেরা। ফিলিং স্টেশনের মালিকেরা বলছেন, ডিপো থেকে সরবরাহ কম থাকায় তৈরি হয়েছে এ সংকট।

গতকাল মঙ্গলবার জেলা শহরের চৌধুরী পাম্প, রূপসী বাংলা, মেসার্স এনামুল হক পাম্প, হানিফ পাম্পসহ বেশির ভাগ ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, মোটরসাইকেল নিয়ে অনেকেই পেট্রল নিতে আসছেন। কিন্তু ফিলিং স্টেশন থেকে জানিয়ে দেওয়া হচ্ছে, পাম্পে পেট্রল নেই। প্রয়োজনে অকটেন নিতে পারেন।

শহরের হানিফ ফিলিং স্টেশনে মোটরসাইকেলে পেট্রল নিতে আসা আব্দুল আজিজ নামে ওষুধ কোম্পানির একজন বিক্রয় প্রতিনিধি বলেন, ‘পীরগঞ্জ থেকে শহরে কিছু ওষুধের দোকানে অর্ডার নিতে এসেছি। বাড়িতে যাওয়ার পথে এখানে পেট্রল নিতে এসে জানতে পারি পেট্রল নেই। এখন কোনো উপায় না পেয়ে অকটেন কিনতে হচ্ছে।’

মেসার্স এনামুল হক ফিলিং স্টেশনে পেট্রল নিতে আসা রিজভী আহমেদ ও শফিউল আলম জানান, বেশ কিছুদিন থেকে মোটরসাইকেল নিয়ে শহরের বিভিন্ন পেট্রল পাম্প ও খুচরা দোকানে ঘুরেছেন। কোথাও না পেয়ে ফিরে গেছেন। পেট্রল না পেয়ে অকটেন দিয়ে জ্বালানি ঘাটতি মেটাচ্ছেন তাঁরা।

মেসার্স সুরমা ফিলিং স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মোস্তফা বলেন, ‘আমরা পার্বতীপুর ডিপো থেকে কোনো পেট্রল পাচ্ছি না। আমাদের কাছে যে পরিমাণ পেট্রল জমা ছিল তা শেষ হয়েছে। অল্প কিছু অকটেন রয়েছে, তা চাহিদার তুলনায় অপ্রতুল।’

রূপসী বাংলা ওয়েল ব্যাংকের ব্যবস্থাপক শংকর আগরওয়াল বলেন, ‘আমাদের যতটুকু জ্বালানি তেলের প্রয়োজন, সেই অনুপাতে আমরা ডিপোগুলো থেকে তেল সরবরাহ পাচ্ছি না। পার্বতীপুরের তেলের ডিপো থেকে পেট্রল, অকটেন ও ডিজেল নেওয়া হতো। কিন্তু সংকট হওয়ায় সেখানে এখন তেল সরবরাহ বন্ধ হয়েছে।’

ঠাকুরগাঁও পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এনামুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘জেলায় মোট ৩৬টি পাম্প রয়েছে। এই পাম্পগুলোতে দৈনিক পেট্রল, অকটেন ও ডিজেলের চাহিদা রয়েছে প্রায় ৯০ হাজার লিটার। বর্তমানে জেলায় প্রতিদিন ক্রেতাদের মধ্যে পেট্রল সরবরাহ করা হচ্ছে ৯ হাজার লিটারের মতো। ঘাটতি থাকছে আরও ১৪ হাজার লিটার। তবে অকটেন ও ডিজেলের সরবরাহ ঠিক আছে। ডিপোতে যোগাযোগ করেছি, কবে থেকে তেল সরবরাহ ঠিক হবে, সে বিষয়ে সদুত্তর কারও কাছে পাইনি।’

এ বিষয়ে কথা হলে রংপুর ও বগুড়া অঞ্চলের পদ্মা লিমিটেডের সহকারী মহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) হারিস আহমেদ সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘বিদেশ থেকে জাহাজ না আসায় সাময়িক সমস্যা হয়েছে। তবে তেলের কোনো সংকট নেই। দুএকদিনের মধ্যে তেল সরবরাহ স্বাভাবিক হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ