নরসিংদীর মনোহরদীতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১১-এর হাতে আটক কাউন্সিলরের নামে থানায় মামলা হয়েছে। জাকির হোসেন বাবুল (৫০) নামে ওই কাউন্সিলরের বিরুদ্ধে গত শনিবার রাতে মনোহরদী থানায় ধর্ষণচেষ্টার মামলা করেন ভুক্তভোগীর স্বামী। এর আগে বিকেলে পৌর এলাকার আকন্দবাড়ী জামে মসজিদের সামনে থেকে তাঁকে আটক করা হয়। র্যাব-১১ নরসিংদীর ক্যাম্প কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌহিদুল মবিন খাঁন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গ্রেপ্তার জাকির হোসেন একই এলাকার বাসিন্দা। তিনি মনোহরদী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং উপজেলা শ্রমিক দলের সভাপতি।
র্যাব-১১ নরসিংদী সিপিএসসি সূত্রে জানা যায়, কাউন্সিলর জাকির হোসেন এলাকার মেয়ে এবং গৃহবধূদের বিভিন্নভাবে উত্ত্যক্ত করতেন। বুধবার সকাল ৮টায় পৌর এলাকার এক সাবেক ইমামের স্ত্রীকে বাড়িতে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করেন। বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী ফেসবুক লাইভে স্ত্রীকে নির্যাতনের বিষয়টি প্রকাশ করেন এবং বিচার দাবি করেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে র্যাব-১১ নরসিংদী ক্যাম্পের নজরে পড়ে। এর পরিপ্রেক্ষিতে র্যাব তদন্ত করে সত্যতা যাচাই করে। প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে প্রাথমিকভাবে বিষয়টির সত্যতা পাওয়ায় শনিবার জাকির হোসেনকে আটক করে র্যাব-১১।
মো. তৌহিদুল মবিন খাঁন বলেন, জাকির হোসেনের বিরুদ্ধে আরও মেয়ে এবং গৃহবধূদের যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারীর স্বামী বাদী হয়ে মনোহরদী থানায় ধর্ষণচেষ্টার মামলা করেছেন। আসামিকে শনিবার রাতে মনোহরদী থানায় সোপর্দ করা হয়েছে।
মনোহরদী থানার ওসি আনিচুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভুক্তভোগী নারীর স্বামী আহসান উল্লাহ বাদী হয়ে থানায় একটি ধর্ষণচেষ্টার মামলা করেছেন।