মানিকগঞ্জ সদর উপজেলায় নেশাজাতীয় দ্রব্য বিক্রির অভিযোগে এক ফার্মাসিস্টসহ দুজনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল রোববার বেলা ২টার দিকে উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের পালড়া বাজারে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় ১০৫টি ইনজেকশন উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন মানিকগঞ্জ সদর উপজেলার সন্তোষপুরের ফজলুর রহমান (৬১) ও একই ইউনিয়নের লাল মিয়া (৫৫)।
মানিকগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিরিন আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফার্মাসিস্ট ফজলুর রহমান ও তাঁর সহকারী লাল মিয়া ওষুধের পাশাপাশি দীর্ঘদিন অবৈধ নেশাজাতীয় দ্রব্য বিক্রি করে আসছেন। ফার্মাসিস্ট ফজলুর রহমানের কাছ থেকে ৮০টি ও তাঁর সহকারী লাল মিয়ার কাছ থেকে ২৫টি ইনজেকশন (নেশাজাতীয় দ্রব্য) জব্দ করা হয়।