হোম > ছাপা সংস্করণ

পাকুন্দিয়ায় রেভিনিউ স্ট্যাম্পের তীব্র সংকট

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ১০ টাকা মূল্যের রেভিনিউ স্ট্যাম্পর তীব্র সংকট দেখা দিয়েছে। এতে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা এবং এনজিও থেকে টাকা তুলতে আসা লোকজনকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। সংকট সমাধানে দ্রুত রেভিনিউ স্ট্যাম্প সরবরাহের জন্য জেলা অফিসে চাহিদাপত্র পাঠানো হয়েছে বলে জানিয়েছে উপজেলা ডাক বিভাগ।

উপজেলার বিভিন্ন সরকারি অফিস, ব্যাংক, বিমা ও এনজিও অফিস ঘুরে জানা গেছে, গত এক সপ্তাহ ধরে রেভিনিউ স্ট্যাম্পের সংকট চলছে। এই স্ট্যাম্পের অভাবে অফিসের বিল ভাউচার করা যাচ্ছে না। কাজকর্ম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, সাধারণত কোনো বিলের অর্থ সরকারি কোষাগার থেকে গ্রহণের জন্য এ রেভিনিউ স্ট্যাম্প ব্যবহার করে স্বাক্ষর করতে হয়। সঞ্চয়পত্রের লভ্যাংশ, এমটিডিআর, এফডিআরসহ মাসিক মুনাফাভিত্তিক বিভিন্ন স্কিমের লভ্যাংশ, গ্যাস ও বিদ্যুৎ বিলেও এই রেভিনিউ স্ট্যাম্প লাগানোর বিধান রয়েছে। ৪০০ টাকার বেশি লেনদেন হলেই ১০ টাকা মূল্যের রেভিনিউ স্ট্যাম্প ব্যাবহার করতে হয়। এই রেভিনিউ স্ট্যাম্প ডাকঘর থেকে কিনতে হয়। বর্তমানে ডাকঘরে এই রেভিনিউ স্ট্যাম্পের সরবরাহ নেই।

উপজেলার আতকাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আল আমিন বলেন, ‘রেভিনিউ স্ট্যাম্প কোথাও পাওয়া যাচ্ছে না। তাই আমাদের শিক্ষকদের বেতন দেওয়া যাচ্ছে না। চার দিন আগে ইউআরসিতে আমাদের একটি প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। কিন্তু রেভিনিউ স্ট্যাম্পের অভাবে আমাদের সম্মানীর টাকাও দিতে পারছেন না কর্তৃপক্ষ।’

এ নিয়ে জানতে চাইলে পাকুন্দিয়া উপজেলা ডাক বিভাগের পোস্ট মাস্টার মো. সোলায়মান ভূঁইয়া বলেন, ‘আমাদের অফিসের মজুত করা ১০ টাকা মূল্যের রেভিনিউ স্ট্যাম্প শেষ হয়েছে। জুন মাসে এ স্ট্যাম্পের প্রচুর চাহিদা দেখা দেয়। জেলা অফিসে রেভিনিউ স্ট্যাম্প সরবরাহের জন্য চাহিদাপত্র পাঠিয়েছি। কিন্তু কোনো রেভিনিউ স্ট্যাম্প বরাদ্দ পাওয়া যাচ্ছে না। আশা করছি শিগগিরই সরবরাহ পাওয়া যাবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ