সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার সারিয়াকান্দির ফুলবাড়ী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের প্রথম তলার নামাজের এবং তৃতীয় তলার ঢালাইকাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে এর উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম মন্টু। মসজিদের উদ্বোধন উপলক্ষে ফুলবাড়ী গমির উদ্দিন বহুমুখী স্কুল অ্যান্ড কলেজ মাঠে এক সমাবেশের আয়োজন করা হয়।
ফুলবাড়ী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আনোয়ারুত তারিক মোহাম্মদ এতে সভাপতিত্ব করেন। সেখানে প্রধান অতিথির বক্তব্য দেন ঠিকাদার লিয়াকত আলী।