সীমানা নির্ধারণ নিয়ে জটিলতার কারণে এবারও হচ্ছে না চট্টগ্রামের চন্দনাইশের সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন। গত মঙ্গলবার বিকেলে নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা-২ এর উপসচিব মো. আতিয়ার রহমানের স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গত ২৭ নভেম্বর নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিলে সাতবাড়িয়াসহ চন্দনাইশের ৮ ইউপির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। গত রোববার রাতে চন্দনাইশের সাতবাড়িয়াসহ ৮ ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নামের তালিকাও প্রকাশ করা হয়েছিল।
এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মিনহাজুল ইসলাম বলেন, ‘সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদকে নির্বাচন তফসিল থেকে বাদ দেওয়ার জন্য নির্বাচন কমিশন থেকে চিঠি এসেছে। আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি।’