ভোলার বোরহানউদ্দিনে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষে নির্বাচনী আচরণবিধি ও আইনশৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন এর আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুর রহমান সভায় সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন ভোলার জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।
অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বোরহানউদ্দিন পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা আলাউদ্দিন আল মামুন, বোরহানউদ্দিন উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল্লাহ, বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির প্রমুখ।