নেপালে হোটেলের লবিতে ব্রেট লির সঙ্গে দেখা হয়ে গেল বাংলাদেশ নারী ফুটবলারদের। অস্ট্রেলিয়ান সাবেক পেসারের সঙ্গে মুহূর্তটা ক্যামেরায় ধরে রাখলেন নারী ফুটবলাররা। হয়েছে টুকটাক কথাবার্তাও। পাকিস্তান ম্যাচের আগে ব্রেট লির দেখা পাওয়াটা ফুটবলারদের কাছে যেন বাড়তি এক বোনাস।
মালদ্বীপের মেয়েদের ৩-০ গোলে হারিয়ে সাফে ভালো একটা সূচনা হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দলের। স্থানীয় সময় বেলা ১টায় শুরু হওয়া ম্যাচে আজ নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলে ফেরা পাকিস্তানকে হারাতে পারলেই নিশ্চিত হয়ে যাবে সেমিফাইনালও। এ ম্যাচে বাংলাদেশকে সমাধান করতে হবে নিজেদের একটা বড় সমস্যাও।
মালদ্বীপের বিপক্ষে বেশ ভালো কয়েকটি গোলের সুযোগ নষ্ট করেছে বাংলাদেশ। ফিনিশিংয়ের এই সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন ডিফেন্ডার আঁখি খাতুন, ‘যার যার জায়গা থেকে শতভাগ দেওয়ার চেষ্টা করব। গত ম্যাচে যে ভুলগুলো করেছি, সেটা আর করতে চাই না। আজ (গতকাল) ফিনিশিং নিয়ে কাজ করেছি। আশা করি, ম্যাচ জিতব আমরা।’