হোম > ছাপা সংস্করণ

‘আলোর দিশারি স্কুল’ আলো ছড়াচ্ছে

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর চাটখিল পৌরসভার প্রাণকেন্দ্র ৪ নম্বর ওয়ার্ডে মনগাজী ব্যাপারী বাড়ির পাশে সুবিধাবঞ্চিত শিশুদের আলোকিত করতে অল অব ওয়ান বিডি চাটখিল নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে ‘আলোর দিশারি স্কুল’। প্রতিদিন সকাল ১০ থেকে বেলা ২টা পর্যন্ত ৫০ জন সুবিধাবঞ্চিত শিশু এই স্কুলে পড়ালেখা করছে। এসব শিশুর জন্য রয়েছে বিনা মূল্যে পাঠদান, শিক্ষা উপকরণ ও পুষ্টিকর খাবারের ব্যবস্থা।

সরেজমিনে পৌরসভার প্রধান সড়কসংলগ্ন মনগাজী ব্যাপারী বাড়ির সামনে ছিন্নমূল এলাকায় নির্মিত আলোর দিশারি স্কুলে গিয়ে দেখা যায়, আনন্দঘন পরিবেশে শিক্ষার্থীরা পড়ালেখা করছে। সংগঠনের সদস্যরা যত্নসহ শিক্ষার্থীদের পাঠদান করছেন। পাশাপাশি রয়েছে প্রতিদিন সংগীতচর্চা, আবৃত্তি চর্চা, চিত্রাঙ্কন, খেলাধুলাসহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম।

সংগঠনের সভাপতি কামরুল ইসলাম বলেন, ‘পৌরসভার এই এলাকায় প্রায় ২৫টি ছিন্নমূল পরিবার রয়েছে। এসব পরিবারের প্রায় ৪০-৫০ জন শিশু স্কুলে যাওয়ার উপযুক্ত। দারিদ্র্য, পরিবারের অনীহাসহ নানা কারণে এই শিশুরা মৌলিক অধিকার শিক্ষা থেকে বঞ্চিত। তাই ওদের কথা চিন্তা করে আমরা স্কুল ওদের কাছে নিয়ে এসেছি। সবার সহযোগিতা পেলে ওদের জন্য স্থায়ী কিছু করার পরিকল্পনা রয়েছে।

চাটখিল উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা শিক্ষা কমিটির সভাপতি এইচ এম আলী তাহের ইভু বলেন, এই বিদ্যালয়ের উন্নয়নের জন্য অগ্রাধিকারভিত্তিতে বরাদ্দ দেওয়া হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ