শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি
মাগুরার শ্রীপুর উপজেলার কচুবাড়িয়া গ্রামে ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে এ লাঠি খেলা হয়।
খেলায় শ্রীপুরের পাশাপাশি বিভিন্ন উপজেলার মোট ১২টি দল অংশ নেয়। এর মধ্যে শ্রীপুর উপজেলার বারইপাড়া গ্রামের মকবুল সরদারের দল ১ম এবং কালিনগর গ্রামের বারেক সরদারের দল ২য় স্থান অধিকার করে।
লাঠি খেলায় উপস্থিত ছিলেন কচুবাড়িয়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আকবর বিশ্বাস, আমলসার ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য হাসি বেগম, আমলসার ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মুন্তাজ মোল্লা, সাবেক ইউপি সদস্য রেজাউল মোল্লা, রওশন আলি প্রমুখ।