হবিগঞ্জের মাধবপুরে মনতলা রেল স্টেশনে আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের বগির জয়েন্ট ভেঙে দুই ভাগে বিভক্ত হয়ে যায় গতকাল সোমবার বেলা ১১টায়। এতে ঢাকাগামী এ ট্রেনটি তিন ঘণ্টা মনতলা স্টেশনে আটকা পড়ে।
মনতলা রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন সিলেট থেকে ১৫টি বগি নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। পরে হবিগঞ্জে মনতলা স্টেশনে বেলা সাড়ে ৩টায় যাত্রাবিরতি দেয় ট্রেনটি। বিরতি শেষে আবার যাত্রা শুরু করলে স্টেশন ছেড়ে কয়েক গজ যেতেই ট্রেনের মাঝখানে বগির কবলিং ভেঙে জয়েন্ট খুলে যায়। এতে ট্রেনটি পেছনে পাঁচটি বগি ও সামনে ১০টি বগি নিয়ে দুই ভাগে বিভক্ত হয়ে যায়। কিছুক্ষণ পর আশপাশের লোকজন চিৎকার করে চালকের দৃষ্টি কাড়েন। পরে চালক ট্রেনটি থামান। পরে সন্ধ্যা ৬টায় টেকনিশিয়ানরা এসে মেরামত করলে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।