হোম > ছাপা সংস্করণ

সন্ধ্যা নামলেই বাজার নীরব

গাজীপুরের শ্রীপুরে ছাত্রলীগের কর্মী নয়ন শেখ হত্যার ঘটনায় কাওরাইদ বাজারে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে দোকানপাট বন্ধ করেন ব্যবসায়ীরা। ব্যস্ততম বাজারে নেমে আসে সুনসান নীরবতা।

আতঙ্কিত হয়ে আগের মতো মানুষ কাওরাইদ বাজারে তেমন আসে না। ব্যবসায়ীরা জানিয়েছেন হত্যাকাণ্ডের পর থেকে বাজারে তেমন ক্রেতা নেই। তাই সন্ধ্যা নামার পর থেকে দোকানপাট বন্ধ করে বাড়িতে ফিরে যান তাঁরা। এতে ক্ষতির মুখে পড়েছেন বাজারের ছোট-বড় কয়েক শ ব্যবসায়ী।

জানা যায়, উপজেলার হাতে গোনা যে কয়েকটি বড় বাজার রয়েছে, তার মধ্যে কাওরাইদ বাজার অন্যতম। যোগাযোগব্যবস্থা ভালো হওয়ায় এটি উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ বাজারে পরিণত হয়েছে।

কাওরাইদ বাজারের প্রবীণ ব্যবসায়ী পরিমল সাহা বলেন, হত্যাকাণ্ডের পর থেকে বাজারে ক্রেতার পরিমাণ কমে গেছে। আর যাঁরা আসছেন, তাঁরা সন্ধ্যা আগেই বাজার ত্যাগ করছেন। এ জন্য ব্যবসায়ীরাও সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে দোকানপাট বন্ধ করে দেন।

আরেক ব্যবসায়ী রাজীব সাহা বলেন, ‘কাওরাইদ বাজারে রাত ১১টা পর্যন্ত বেচাকেনা চলত। সেই বাজারে সন্ধ্যার পর হাতে গোনা কয়েকটি দোকান বাদে সব বন্ধ হয়ে যায়। এতে আমাদের অনেক ক্ষতি হচ্ছে।’

কাওরাইদ বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. হারুন ফকির বলেন, ‘বাজারে একটি খুনের ঘটনার পর থেকে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর ফলে বাজারে মানুষ বেশি আসছে না। দ্রুত সময়ের মধ্যে বাজারের আগের অবস্থা ফিরে আসবে।’

শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) গোলাম সারোয়ার বলেন, ‘বাজারে নিয়মিত পুলিশের টহল রয়েছে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। দ্রুত সময়ের মধ্যে নয়ন হত্যা মামলার আসামিদের আইনের আওতায় আনা হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ