গোপালপুরে ভোট দিয়ে বাড়ি ফিরেই মারা গেলেন শতবর্ষ পেরোনো সখিনা বেওয়া। যদিও জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তাঁর বয়স ৮৪ বছর। এ বয়সেও নাতনির সহযোগিতায় জীবনের শেষ ভোট দিতে কেন্দ্রে গিয়েছিলেন তিনি। সখিনা বেওয়ার পরিবার এ তথ্য জানিয়েছে।
সখিনা বেওয়ার ভাগনে জুলহাস মিয়া জানান, ছেলে ও নাতনির সহায়তায় ভ্যানে করে কেন্দ্রে গিয়ে ভোট দেন সখিনা। ভোট দিয়ে বাড়ি ফেরার পরপরই মারা যান তিনি। উপজেলার আলমনগর ইউনিয়নের আলমনগর উচ্চবিদ্যালয় কেন্দ্রের নারী বুথে সখিনা বেওয়া তাঁর শেষ ভোটটি দেন।
সখিনা বেওয়ার ছেলে মজিবর রহমান বলেন, ‘আম্মার বয়স ১০০ বছর ছাড়িয়েছে। একা চলতে পারেন না। তাই নাতনির সহযোগিতায় ভ্যানে করে তাঁকে কেন্দ্রে নেওয়া হয়।’
সখিনা বেওয়ার নাতনি হালিমা বলেন, ভ্যান করে দাদিকে কেন্দ্রে নিয়ে এসে ভোট দেওয়ানো হয়েছে। জীবনের শেষ ভোটটি দিলেন তিনি।