হোম > ছাপা সংস্করণ

ভারতে শিখদের হেয় করতে ভুয়া অ্যাকাউন্ট

ভারতে মুসলমানদের মতো শিখদের সঙ্গে উগ্র হিন্দু জাতীয়তাবাদীদের ঐতিহাসিকভাবে দ্বন্দ্ব রয়েছে, যা সুযোগ পেলে মাথাচাড়া দিয়ে ওঠে। সেন্টার ফর ইনফরমেশন রেসিলিয়েন্সের এক প্রতিবেদনে বিখ্যাত ও সাধারণ শিখদের নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে নানা সামাজিক মাধ্যমে প্রচারণা চালানোর তথ্য উঠে এসেছে।

গবেষক বেঞ্জামিন স্ট্রিক বিবিসিকে বলেন, ‘আমরা একটি নেটওয়ার্ক শনাক্ত করেছি, যেখানে শিখদের নামে ৮০টি ভুয়া অ্যাকাউন্ট রয়েছে। টুইটার, ফেসবুক এবং ইনস্টাগ্রামে অ্যাকাউন্টগুলো থেকে একই নামে, একই প্রোফাইল ও কভার ছবি এবং প্রায় একই ধরনের পোস্ট দেওয়া হয়। এ নেটওয়ার্কের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের সরাসরি সম্পর্ক নিশ্চিত হওয়া যায়নি।’

কৃষক আন্দোলনের নেতা জগজিৎ সিং ডালেওয়াল বিবিসিকে বলেন, ‘কৃষক আন্দোলন বানচাল করতে এসব অ্যাকাউন্ট করা হয়ে থাকতে পারে।’

মোদি সরকারের তিনটি কৃষি বিল নিয়ে গত বছরের ২৬ নভেম্বর থেকে দিল্লির বিভিন্ন উপকণ্ঠে অবস্থান নেন কৃষকেরা। সম্প্রতি নরেন্দ্র মোদির ঘোষণার পর গতকাল মন্ত্রিসভার বৈঠকে আইনগুলো বাতিলের সিদ্ধান্ত হয়েছে। ২৯ নভেম্বর শুরু হওয়া সংসদ অধিবেশনে আইনগুলো বাতিল হবে বলে ধারণা করা হচ্ছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ