হোম > ছাপা সংস্করণ

সীমিত পরিসরে এবার মাগুরায় কাত্যায়নী পূজা

মাগুরা প্রতিনিধি

পূজামণ্ডপ মন্দিরে হামলা ও বাড়িঘর ভাঙচুরের ঘটনার পর এ বছর কাত্যায়নী পূজা না করার সিদ্ধান্ত নিয়েছিলেন মাগুরা জেলা পূজা উদ্‌যাপন কমিটির নেতারা। গত সপ্তাহের এ সিদ্ধান্ত থেকে সরে এসে এবার সীমিত পরিসরে পূজা করার ঘোষণা দিয়েছেন তাঁরা। গত রোববার রাত ৯টার দিকে জেলা শহরের জামরুতলা সর্বজনীন পূজা মন্দিরে এক সভায় এ সিদ্ধান্ত হয়।

মাগুরা কাত্যায়নী একটি ঐতিহ্যবাহী পূজা। দেশ–বিদেশের বিভিন্ন ধর্মবর্ণের মানুষ এ পূজায় অংশ নেন। নতুন বাজার স্মৃতি সংঘ, ছানা বাবুর বটতলা, সাতদোহা ন্যাংটা বাবার আশ্রম, তাঁতি পাড়া, জামরুতলা, পারন্দুয়ালী মাঝিপাড়া, কক্ষিকান্দর, নিজনান্দুয়ালী নিতাই গৌর সেবাশ্রম, কুকনা ঘোষপাড়া মন্দিরে এ বছর সীমিত পরিসরে কাত্যায়নী পূজা হবে। নতুন করে পূজা করার সিদ্ধান্তে জেলাজুড়ে আনন্দ বিরাজ করছে।

নতুন বাজার পূজামণ্ডপ এলাকার দীপঙ্কর সাহা বলেন, ‘পূজা হবে না জেনে খুব খারাপ লেগেছিল। বোন থাকে মাগুরার বাইরে। বাচ্চাদের নিয়ে বছরে একবার শুধু পূজা বেড়াতে আসে। হবে না জেনে সে খুব কান্না করেছিল। এখন হবে জেনে আমরা খুব খুশি।’ জামরুল তলা পূজামণ্ডপের লিটন কুমার জানান, পূজা করার সিদ্ধান্তকে স্বাগত জানাই। সবাই মিলে সুন্দরভাবে পূজা করতে হবে। অশুভ শক্তি চেয়েছিল পূজা যেন না হয়।

মাগুরা জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক বাসুদেব কুণ্ডু বলেন, মাগুরা জেলা একটি সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা। এখানে প্রতিবছর হাজার হাজার হিন্দু ধর্মাবলম্বীরা আসেন কাত্যায়নী পূজা দেখতে। এ বছর শুধু শহরভিত্তিক কাত্যায়ানী পূজামণ্ডপে সীমিত পরিসরে পূজা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১০ নভেম্বর পূজা শুরু হবে।

 

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ