হোম > ছাপা সংস্করণ

দুটি শাপলাপাতা মাছ জব্দ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়া বাজার থেকে দুটি শাপলাপাতা মাছ জব্দ করেছে বন বিভাগ। গতকাল মঙ্গলবার পৌর শহরের মাছবাজার থেকে মাছ দুটি জব্দ করা হয়। এ সময় মাছ একনজর দেখতে ভিড় জমায় স্থানীয় উৎসুক জনতা।

স্থানীয় ও বন বিভাগ সূত্রে জানা যায়, গত সোমবার রাতে উপজেলার মহিপুর থেকে এক মৎস্য ব্যবসায়ী পাঁচ মণ ওজনের একটি শাপলাপাতা মাছ কলাপাড়া বাজারে বিক্রি করতে নিয়ে আসেন। মঙ্গলবার সকালে বন বিভাগের কর্মীদের উপস্থিতি টের পেয়ে তিনি পালিয়ে যান। পরে মাছটি উদ্ধার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হকের নির্দেশক্রমে মাটিচাপা দেওয়া হয়। একই দিন ৩ মণ ওজনের আরেকটি শাপলাপাতা মাছ জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় মনির (৩৫) নামের এক ক্রেতার কাছ থেকে ১ হাজার টাকা জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জগৎ বন্ধু মণ্ডল। তবে বিক্রেতাকে আটক করা যায়নি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা সহাকরী কমিশনার (ভূমি) জগৎ বন্ধু মণ্ডল বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাছটি জব্দ করা হয়েছে। শাপলাপাতা মাছ ধরা, বিক্রি ও মজুত সম্পূর্ণ অবৈধ। যারা শাপলাপাতা মাছ ধরে তাঁদের বিরুদ্ধেও অভিযান চালানো হবে।’

কলাপাড়া উপজেলা বন কর্মকর্তা আবদুস সালাম বলেন, ‘শাপলাপাতা মাছ ধরা এবং বিক্রি সম্পূর্ণ অবৈধ। বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মাছটি জব্দ করা হয়েছে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ