যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছার লাউজানী রেল ক্রসিংয়ে দুর্ঘটনা যেন নিত্য দিনের সঙ্গী। বিশেষ করে স্থানটিতে রেলওয়ের ডিভাইডার নির্মাণের পর থেকে ত্রিমুখী সমস্যায় দুর্ঘটনার প্রবণতা বেড়েই চলেছে। গত বুধবার দিবাগত রাতেও দুর্ঘটনায় পড়ে একটি বাস।
দুর্ঘটনা কবলিত গ্রিন লাইনের বাসটি (ঢাকা মেট্রো-গ-১১-৩২০৬) মহাসড়ক দিয়ে বেনাপোলের দিকে যাচ্ছিল। পথিমধ্যে লাউজানী রেলক্রসিংয়ে পৌঁছালে প্রথম ডিভাইডার পার করে দ্বিতীয় ডিভাইডারের ওপর উঠে যায়। এ সময় পেছন থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক ধাক্কা দিয়ে বাসটি মহাসড়কেই উল্টে যায়।
বাসটির চালক বাচ্চু ব্যাপারী বলেন, রেলক্রসিংয়ে অপরিকল্পিত ডিভাইডার দুটি নির্মাণ করায় মহাসড়কটি সরু হয়ে গেছে। এখানে সড়কটিতে আবার বাঁক রয়েছে। গতকাল রাতে আমি ধীরে ডিভাইডার পার হচ্ছিলাম। কিন্তু পেছন থেকে হঠাৎ ট্রাকের ধাক্কায় বাসটি ডিভাইডারের উঠে উল্টে যায়৷
নাভারণ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর আলম বলেন, ডিভাইডারটি দেওয়ার কারণে এখানে ত্রিমুখী সমস্যার সৃষ্টি হয়েছে। সর্বশেষ গত বুধবার গভীর রাতের এ ঘটনা শুনেই ঘটনাস্থলে যাই। বাসটিতে যাত্রী না থাকায় প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে বাসটি ক্ষতিগ্রস্ত হয়েছে।