সখীপুরে মেধা বিকাশ শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার বড়চওনা-কুতুবপুর কলেজ ক্যাম্পাসে মেধা বিকাশ নামের একটি সংগঠন এ পরীক্ষার আয়োজন করে। এ পরীক্ষায় বিভিন্ন উপজেলার প্রায় দুই হাজার শিক্ষার্থী অংশ নেয়।
তৃতীয় থেকে দশম শ্রেণি পর্যন্ত দুটি গ্রুপে শিক্ষার্থীরা বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে তিন ঘণ্টা পরীক্ষা দেয়। এ সময় বড়চওনা-কুতুবপুর কলেজের অধ্যক্ষ এম এ রউফ, বীর মুক্তিযোদ্ধা খান মোহাম্মদ সেলিম, ইউপি সদস্য মিজানুর রহমান, মজিবুর রহমান ফকির, সংগঠনের সভাপতি শামীম আল মামুন, সাধারণ সম্পাদক রুহুল আমীন, মামুন ভূঁইয়া, নুরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
শিক্ষক নাজমুল হুদা বলেন, ‘ছড়িয়ে-ছিটিয়ে থাকা মেধাবী মুখগুলো খোঁজে বের করতে মেধা বিকাশ সংগঠনের একটি অনন্য কাজ এই শিক্ষাবৃত্তি পরীক্ষা। আশা করি, এ পরীক্ষায় অংশগ্রহণকারী সব শিক্ষার্থী তাদের মেধা ও জ্ঞান দেশ, জাতি, সমাজের কল্যাণে নিবেদিত করবে।’
মেধা বিকাশ সংগঠনের সভাপতি শামীম আল মামুন বলেন, ২৯ ডিসেম্বর ফল প্রকাশ করে মেধাবীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হবে। মেধা বিকাশ সংগঠন জাতির মেধাবী মুখগুলোকে খোঁজে বের করতে চায়।