হোম > ছাপা সংস্করণ

সরিষাবাড়ীতে দুপক্ষের সংঘর্ষে আহত ১০

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ীতে ট্রান্সফরমার লাগানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১০ ব্যক্তি আহত হয়েছেন। গতকাল বুধবার সকালে উপজেলার পিংনা ইউনিয়নের ফুলদহেরপাড়া এলাকায় এই সংঘর্ষ হয়। পুলিশ বলছে, ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ফুলদহেরপাড়া এলাকার আফজাল হোসেন (৫০) গতকাল সকাল ১০টার দিকে তাঁর সেচযন্ত্রের একটি ট্রান্সফরমার লাগানোর প্রস্তুতি নেন। পরে তিনি পল্লি বিদ্যুতের টেকনিশিয়ানদের নিয়ে প্রতিবেশী ধুল্ল্যার জমিতে লাগানো বিদ্যুতের খুঁটিতে সেচযন্ত্রের ট্রান্সফরমার লাগানোর কাজ শুরু করেন।

খবর পেয়ে প্রতিবেশী ধুল্ল্যা মিয়া ও তার ছেলে আল আমিন, আলতাফ হোসেন, নাজিম উদ্দিনসহ ১৫-২০ জন লোক ট্রান্সফরমার লাগাতে বাধা দেন। ধুল্ল্যা মিয়ার জমিতে লাগানো বিদ্যুতের খুঁটিতে ট্রান্সফরমার লাগালে এটা তাদের জন্য ঝুঁকিপূর্ণ হবে বলে দাবি করেন তারা। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তারা লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে আফজাল হোসেন (৫০), তার ছেলে ইউসুফ আলী (২২), ইব্রাহীম হোসেন (২৫), স্ত্রী হাফিজা বেগম (৪৪) ও ছেলের বউ মেঘলা আক্তার (২০), ইকবাল হোসেন (৩০) ও মা ছমিরন বেওয়া (৬৫) আহত হন।

আহতদের মধ্যে গুরুতর আহত আফজাল হোসেন, ইউসুফ আলী, হাফিজা বেগম, ইব্রাহীম হোসেন ও মেঘলা আক্তারকে গতকাল বুধবার দুপুরে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

খন্দকার আফজাল হোসেন ও ইউসুফ আলী বলেন, ট্রান্সফরমার লাগানোর প্রস্তুতি দেখেই ধুল্ল্যা মিয়া ও তার লোকজন বাধা দেয়। তাদের জমিতে লাগানো বিদ্যুতের খুঁটিতে ট্রান্সফরমার লাগালে এটা বিপদজনক হবে বলে তারা দাবি করে। তাদের দাবি না মানলে তারা লাঠিসোঁটা নিয়ে মারধর শুরু করে। বিষয়টি তার কান্দি পুলিশ তদন্ত কেন্দ্রে জানান।

এ ব্যাপারে ধুল্ল্যা মিয়া বলেন, তার জমিতে লাগানো বিদ্যুতের খুঁটিতে ট্রান্সফরমার লাগানো হলে এটা তাদের জন্য ঝুঁকিপূর্ণ হবে। তাই তাদেরকে ট্রান্সফরমার লাগাতে দেওয়া হয়নি।

এ ব্যাপারে তারাকান্দি তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক শফিউল আলম সোহাগ বলেন, বিষয়টি জেনেছি। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ