নগরীতে অবৈধ বিদ্যুৎ সংযোগ স্থাপন ও সড়ক দখল করে ব্যবসা করার দায়ে ছয় ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ভ্রাম্যমাণ আদালতে গতকাল এই মামলা হয়।
ভ্রাম্যমাণ আদালত মামলায় ৩০ হাজার টাকা জরিমানা ও একজনকে দুই মাসের কারাদণ্ড দেন। মহানগরের উপশহর ও ধোপাদিঘীরপাড় এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
সিসিক সূত্রে জানা গেছে, অভিযানে নগরের ধোপাদিঘীরপাড় এলাকায় ফুটপাত ও সড়ক দখলমুক্ত করার সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাধা দেওয়ায় এক ব্যক্তিকে দুই মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন সিসিকের রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান খান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা রায়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা রায় বলেন, অবৈধ বিদ্যুৎ সংযোগ, সড়ক দখল করে ব্যবসা পরিচালনার দায়ে মামলা ও জরিমানা করা হয়েছে। এ সময় ভ্রাম্যমাণ আদালতের কাজে বাধা প্রদান করায় এক ব্যক্তিকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়। সিসিকের এই অভিযান অব্যাহত থাকবে।