দেবহাটার সখিপুরে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গত শুক্রবার সখিপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সখিপুর মাঝেরপাড়া গ্রামবাসীর পক্ষ থেকে এ সংবর্ধনা দেওয়া হয়।
স্থানীয় প্রবীণ বাবুর আলী গাজীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত নবনির্বাচিত সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সংবর্ধিত নবনির্বাচিত ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নুর মোহাম্মদ গাজী, ৩ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য রবিউল ইসলাম ও ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য সাজু পারভীন।
গ্রামবাসীর পক্ষ থেকে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রবিউল ইসলাম। এ সময় স্থানীয়দের পক্ষ থেকে ফুলের মালা ও ক্রেস্ট দিয়ে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের বরণ করে নেওয়া হয়।
এ সময় নবনির্বাচিত সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, ‘সখিপুর ইউনিয়ন হবে দালালমুক্ত। সবশ্রেণির মানুষের জন্য ইউনিয়ন পরিষদ হবে উন্মুক্ত। কোনো প্রকার দুর্নীতি, অনিয়ম ছাড় দেওয়া হবে না। পর্যায়ক্রমে ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন করা হবে। যেকোনো সমস্যা জানাতে কোনো মাধ্যম ছাড়া সরাসরি আমার সঙ্গে কথা বলবেন। কোথাও কোনো অনিয়ম হলে আমাকে জানাবেন। আপনাদের সঙ্গে নিয়েই তা প্রতিহত করা হবে।’