পিরোজপুরের মঠবাড়িয়ায় বীর মুক্তিযোদ্ধাদের জন্য দ্বিতীয় পর্যায়ে ৭৫টি বীর নিবাসের নির্মাণকাজ শুরু হয়েছে। গতকাল সোমবার সকালে জেলা প্রশাসক জাহেদুর রহমান উপজেলার বিভিন্ন ইউনিয়নে বীর নিবাস নির্মাণের স্থান, তুষখালীর আশ্রয়ণ প্রকল্প, মঠবাড়িয়া পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেন এবং বীর নিবাস নির্মাণকাজের উদ্বোধন করেন।
এ ছাড়া তিনি মঠবাড়িয়া পৌর ও সদর ইউনিয়ন ভূমি অফিসের সেবাপ্রত্যাশীদের জন্য বিশ্রামাগার ‘ছায়াবীথি’র উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক, সহকারী কমিশনার (ভূমি) সাখাওয়াত জামিল সৈকত, মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম, থানার ওসি নূরুল ইসলাম বাদল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার, পৌরসভার নির্বাহী কর্মকর্তা হারুন অর রশিদ, বীর মুক্তিযোদ্ধা বাচ্চু মিয়া আকন, জেলা পরিষদের সাবেক সদস্য অধ্যক্ষ আজীম-উল-হক প্রমুখ।