সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়ন জামায়াতের সাবেক আমির ও নবনির্বাচিত ইউপি সদস্য মাওলানা আল-আমিন হোসেনকে গ্রেপ্তার করেছে সদর থানা-পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোরে শিবপুর ইউনিয়নের গোদাঘাটা গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি ইউনিয়নের পায়রাডাঙ্গা গ্রামের মৃত আকরম আলী বিশ্বাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আটককৃত আল-আমিন হোসেন ইউপি নির্বাচনে বিজয়ের পর পরাজিত প্রার্থী আজিজুল ইসলামের সমর্থক রবিউল ইসলামকে মারধর করে। এ ঘটনায় রবিউল ইসলাম বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা করেন। আর এই মামলায় আটক দেখানো হয় তাকে।
তা ছাড়া তাঁর বিরুদ্ধে শিবপুর জেলা ছাত্রলীগ নেতা মামুন হত্যাসহ একাধিক নাশকতার মামলা রয়েছে।
এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোওয়ার হোসেন গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আল-আমিন হোসেনকে জেল হাজতে পাঠানো হয়েছে।