দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীর দশমিনা উপজেলার দুইটি ইউপিতে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। ইউপি দুটি হচ্ছে-দশমিনা ও বেতাগী সানকিপুর।
গত বুধবার দশমিনা উপজেলা কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জিয়াউর রহমান।
নির্বাচন কমিশন জানিয়েছে, দশমিনা ও বেতাগী সানকিপুরে চেয়ারম্যান পদে ৮ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৩৮ জন এবং সাধারণ সদস্য পদে ৬৮ জনকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। দশমিনায় ইকবাল মহমুদ লিটন ও বেতাগী সানকিপুরে মশিউর রহমান ঝন্টু আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা পেয়েছেন। প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে রিটার্নিং অফিসার প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানান। এ ছাড়া সুষ্ঠু নির্বাচন আয়োজনে সবার সহযোগিতা চান তিনি।