হোম > ছাপা সংস্করণ

মধ্যরাতে শীতার্তদের পাশে জেলা প্রশাসক

ঠাকুরগাঁও প্রতিনিধি

ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়িয়েছেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান। অসহায় মানুষকে শীতে একটু উষ্ণতা দিতে গত রোববার মধ্যরাতে পৌরশহরের বিভিন্ন স্থানে কম্বল বিতরণ করেছেন তিনি।

শহরের বাস টার্মিনাল, রেল-স্টেশন, রোড এলাকা, সদর হাসপাতাল, চৌরাস্তাসহ বিভিন্ন স্থানে শীতার্ত মানুষের মাঝে ২ শতাধিক কম্বল বিতরণ করা হয়।

জেলা প্রশাসকের হাত থেকে একটি করে কম্বল পেয়ে খুশি হওয়া মানুষেরা আবেগজড়িত কণ্ঠে বলেন, ‘আমাদের এখানে আগে কোনো দিনই কেউ এভাবে শীতবস্ত্র দেয়নি।’ শীতের কষ্ট থেকে দুস্থদের রক্ষায় জেলা প্রশাসকের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান বলেন, ‘এই শীতে যেন কেউ কষ্ট না পায় সেদিকে জেলা প্রশাসনের লক্ষ্য রয়েছে। রাতে শহরের বিভিন্ন স্থানে শীতার্ত মানুষ শীতে কষ্ট করেন। এরাই প্রকৃত শীতার্ত। তাঁদের কষ্ট কিছুটা লাঘব করার জন্য রাতে বের হওয়া। পর্যায় ক্রমে জেলার ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ানো হবে।’

কম্বল বিতরণকালে জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন তাঁর দুই শিশু সন্তান ওয়াসিফ, সুহিনা ও সহধর্মিণী জান্নাতুল ফেরদৌসী।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ