আন্তর্জাতিক জলবায়ু কর্মদিবস উদ্যাপন উপলক্ষে ভালুকার খীরু নদী, জলাশয় উদ্ধার ও রক্ষার দাবিতে মানববন্ধন করা হয়েছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন ভালুকা আঞ্চলিক শাখার উদ্যোগে গতকাল রোববার বেলা ১১টার দিকে এ কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলার খীরু নদীর তীরে মানববন্ধন করে সংগঠনটি। মানববন্ধন শেষে বাপার ভালুকা আঞ্চলিক শাখার সদস্যসচিব কামরুল হাসান পাঠান কামালের সভাপতিত্বে ও সাংবাদিক আসাদুজ্জামান সুমনের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র ডা. এ. কে. এম. মেজবাহ উদ্দিন কাইয়ূম।
আরও বক্তব্য রাখেন অ্যাপোলো ইনস্টিটিউটের অধ্যক্ষ এ আর এম শামছুর রহমান লিটন, হালিমুন্নেছা চৌধুরানী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারা নীনা, সাপ্তাহিক আলোর ছোঁয়া পত্রিকার সম্পাদক খলিলুর রহমার, গাজিপুর জেলা কলেজের অধ্যক্ষ তারিকুল ইসলাম তারেক প্রমুখ।