ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে কোচিং ফি ও ঔষধ বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এলএফডিআরআরএর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করে এইড ফাউন্ডেশন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন, এইডের পরিচালক ওহিদুজ্জামান, সহকারী পরিচালক বাহাদুজ্জামান প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে কোচিং ফি ও ঔষধ বিতরণ করা হয়। এ সময় ৪০ জন শিক্ষার্থীকে ৯০০ টাকা ও ১৩ জন শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে ঔষধ বিতরণ করা হয়।