প্রতারণা ও জালিয়াতি মামলায় ১৫ দিন ধরে জেলহাজতে থাকা রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক দিলরুবা বেগম ঝুমার বিরুদ্ধে চাকুরীবিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন মামলার বাদী খোরশেদ আলম। গতকাল বুধবার তিনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে এই অভিযোগ দাখিল করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারি কলেজের প্রভাষক হওয়া সত্বেও নীতিমালা লংঘন করে ‘ছিন্নমুকুল বাংলাদেশ’ নামের এক সংস্থার ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক হয়েছিলেন দিলরুবা। সংস্থাটির সাইন বোর্ড ব্যবহার করে অনৈতিকভাবে অর্থ উপার্জনসহ বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িয়ে পরেন তিনি। তিনি কুড়িগ্রাম-২ আসনের সাংসদ পনির উদ্দিন আহমেদ ও কুড়িগ্রাম জেলা সমাজ সেবা অফিসের সাবেক উপপরিচালক যোবায়ের আহমেদের স্বাক্ষর জাল করেন। এ ঘটনায় উলিপুর উপজেলার দূর্গাপুর গ্রামের খোরশেদ আলম বাদী হয়ে কুড়িগ্রাম সদর থানায় মামলা করেন।