লক্ষ্মীপুর কমলনগরের গৃহবধূকে ধর্ষণে ঘটনায় অভিযুক্ত লোকমানকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার চর লরেন্স গ্রাম থেকে তাঁকে আটক করা হয়।
তিনি ভোলা মাইজচরার বাসিন্দা ছিলেন। পরে এ ঘটনায় দায়ের মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
জানা যায়, গত মঙ্গলবার রাতে অভিযুক্ত লোকমান ওই গৃহবধূর স্বামী পরিচয় দিয়ে তাঁকে দরজা খুলতে বলেন। তিনি দরজা খোলার সঙ্গে সঙ্গে মুখ বেঁধে বাড়ির পাশের খেতে নিয়ে তাঁকে ধর্ষণ করেন। পরে অবস্থা আশঙ্কাজনক অবস্থায় ওই গৃহবধূকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।
ধর্ষণের শিকার ওই গৃহবধূ বলেন, ‘লোকমান আমার স্বামীর পরিচয়ে দরজা খুলতে বলেন। দরজা খুলতেই আমার মুখ চেপে ধরে। আমি চিৎকার করতে চাইলে মারধর করে ধর্ষণ করেন।’
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, মোবাইল ট্রেকিংয়ের মাধ্যমে চর লরেন্স গ্রাম থেকে অভিযুক্ত লোকমানকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ধর্ষণের বিষয় স্বীকার করায় তাঁর বিরুদ্ধে ধর্ষণের মামলা করা হয়েছে। আদালতের মাধ্যমে জেলে পাঠানো হবে।