কুষ্টিয়ার ভেড়ামারায় পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে এসে এলাকাবাসীর ধাওয়া খেয়ে মোটরসাইকেল রেখে পালিয়েছে চোর। গত শনিবার রাত ৩টায় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের মসলেমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পল্লী বিদ্যুৎ অফিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার দিবাগত রাত ৩টায় উপজেলার বাহিরচর ইউনিয়নের মসলেমপুর গ্রামে এক চোর পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির চেষ্টা করে। এ সময় বিদ্যুৎ নেই কেন দেখতে কাওসার নামে এক গ্রাহক বাইরে এসে দেখতে পান খুঁটিতে ট্রান্সফরমার নেই।
তখন তিনি মোটরসাইকেলের আলো ও শব্দ পেয়ে চোরের পিছে ধাওয়া করেন। অবস্থা বেগতিক দেখে ঘটনাস্থল থেকে আধা মাইল দুরে ধানখেতের পাশে চোর তাঁর ব্যবহারকৃত মোটরসাইকেল ও ট্রান্সফরমারটি ফেলে পালিয়ে যায়।
এ বিষয়ে কাওসার হোসেন বলেন, ‘রাত তিনটায় হঠাৎ বিদ্যুৎ চলে যায়। অথচ ১০ বাড়ি পরেই বিদ্যুৎ আছে দেখতে পাই। সন্দেহ হলে বিদ্যুতের খুঁটির কাছে গিয়ে দেখি ট্রান্সফরমার নেই। এরপর আমরা দুই ভাইসহ কয়েকজন চোরের পিছে ধাওয়া করি।
কিছু দূর পর সে মোটরসাইকেল ফেলে রেখে পালিয়ে যায়। পরে বিদ্যুৎ অফিসে খবর দিলে তাঁরা ট্রান্সফরমার উদ্ধার করে।’