চট্টগ্রামের বোয়ালখালীতে বিনা মূল্যে ৩৭০ কৃষককে বীজ ও সার দিয়েছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ২০২১-২০২২ মৌসুমে কৃষি প্রণোদনার অংশ হিসেবে এসব বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. আতিক উল্লাহ জানান, সহায়তার মধ্যে ভুট্টা, সরিষা, চিনা বাদাম, সূর্যমুখী, খেসারি ও মুগ ডালের বীজ এবং এসব চাষে প্রয়োজনীয় বিভিন্ন ধরনের সার কৃষকদের দেওয়া হয়।
অনুষ্ঠানে চট্টগ্রাম ৮ আসনের সাংসদ মোছলেম উদ্দীন আহমদ অতিথি ছিলেন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুন নাহার। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম সেলিম, পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।