হোম > ছাপা সংস্করণ

চলতি বছরও হচ্ছে না আয়কর মেলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

টানা তিন বছরের ধারাবাহিকতায় চলতি বছরও বাড়তি খরচ বিবেচনায় আয়কর মেলা না করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে করদাতাদের সুবিধার্থে দেশের সব কর অঞ্চলে নভেম্বরজুড়ে দেওয়া হবে ওয়ান-স্টপ সার্ভিস বা বিশেষ সেবা। জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে করোনা মহামারির কারণে ২০২০, ২০২১ ও ২০২২ সালে আয়কর মেলা বন্ধ ছিল। মহামারি শেষ হলেও বাড়তি খরচের বিবেচনায় এবারও আয়কর মেলা আয়োজন না করার সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। বিগত তিন বছরের মতো আয়কর মেলার আদলে কর অফিসে করদাতারা পাবেন ‘ওয়ান-স্টপ’ সেবা। এ ছাড়া অনলাইনে এ চালান, বিকাশ, রকেট, নগদ কিংবা ইউক্যাশ ব্যবহার করে ঘরে বসেই কর দেওয়ার সুবিধা পাবেন করদাতারা।

এনবিআর কর্মকর্তারা বলেন, মেলা না হলেও মাসব্যাপী প্রতিটি কর অঞ্চলে মেলার পরিবেশে করদাতারা আয়কর রিটার্ন দাখিলসহ সব ধরনের সেবা নিতে পারবেন। এ ছাড়া করদাতাদের তথ্য সরবরাহ করার জন্য কর অঞ্চল ছাড়াও সচিবালয়, অফিসার্স ক্লাব, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা ক্যান্টনমেন্টে অস্থায়ীভাবে কর তথ্য ও সেবাকেন্দ্র চালু করা হবে। এসব কেন্দ্রেও আয়কর রিটার্ন দাখিলসহ অন্যান্য করসেবা ও করসংক্রান্ত হালনাগাদ তথ্য পাওয়া যাবে। 

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ