হোম > ছাপা সংস্করণ

গৃহবধূ প্রিয়া হত্যায় সন্দেহভাজন আটক

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের শাহরাস্তিতে গৃহবধূ নওরোজ আফরিন প্রিয়া (২১) হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে মো. আবদুল হান্নান (৩১) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

গত বুধবার বিকেলে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে তাঁকে। আবদুল হান্নান দেবকরা গ্রামের মৃত মুনসুর আলী ভূঁইয়ার ছেলে।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক আসাদুল ইসলাম জানান, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আ. হান্নানকে আটক করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলমান। এর আগে কিছুই বলা যাচ্ছে না।

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান বলেন, ‘গৃহবধূ প্রিয়া হত্যার সূত্র উদঘাটনে পুলিশ কাজ করছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে প্রিয়ার মায়ের প্রেমিক হান্নানকে আটক করা হয়েছে।

আশা করা হচ্ছে মূল আসামীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে।

এর আগে, ১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত আটটার দিকে উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের আহাম্মদ নগর ছোটপোদ্দার বাড়িতে গৃহবধূ নওরোজ আফরিন প্রিয়া (২১) খুন হন।

তিনি ওই বাড়ির প্রবাসী ইসমাইল হোসেনের একমাত্র মেয়ে। তাঁর স্বামী কাইরুজ্জামান চৌধুরী হৃদয় কুমিল্লায় চাকরি করেন। নিহতের আবরীন জামান উম্মে আনহার (২) নামে শিশু সন্তান রয়েছে।

ঘটনার পরদিন প্রিয়ার মা তাহমিনা সুলতানা রুমি শাহরাস্তি মডেল থানায় অজ্ঞাতদের আসামি করে একটি হত্যা মামলা করেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ