হোম > ছাপা সংস্করণ

বিক্ষোভের মুখে মুলতবি ভারতের সংসদ অধিবেশন

কলকাতা প্রতিনিধি

বিরোধীদের বিক্ষোভের মুখে ভারতের জাতীয় সংসদের শীতকালীন অধিবেশন নির্ধারিত সময়ের একদিন আগেই অনির্দিষ্টকালের জন্য মুলতবি ঘোষণা করা হয়েছে। তবে গতকাল অধিবেশন মুলতবির আগে সরকারপক্ষ তাদের প্রয়োজনীয় সমস্ত বিল পাস করিয়ে নিয়েছে।

এদিন বিরোধীদের আচরণে অসন্তোষ প্রকাশ করেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এবং রাজ্যসভার চেয়ারম্যান তথা ভারতের উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু। তবে বিরোধী দলগুলোর অভিযোগ, সরকারপক্ষের চূড়ান্ত অসৌজন্য ও অগণতান্ত্রিক মনোভাবের জন্যই সংসদ অধিবেশনে জনস্বার্থে কোনো আলোচনা করা থেকে বঞ্চিত হয়েছেন সাংসদেরা।

বর্ষা অধিবেশনের সময় ১২ সাংসদকে বরখাস্ত করা নিয়ে রাজ্যসভায় বিরোধী দল এবং সরকারের মধ্যে অচলাবস্থা দেখা দেয়। আর এর মধ্যই গত মঙ্গলবার তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েনকে অসংসদীয় আচরণের জন্য বরখাস্ত করা হয়। তাই গতকাল রাজ্যসভার অধিবেশন শুরু হতেই বিরোধীদের বিক্ষোভে অনির্দিষ্টকালের জন্য তা মুলতবি হয়। পরে লোকসভাও একই সিদ্ধান্ত নেয়।

এদিন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের বরখাস্তের দাবিতেও সোচ্চার ছিলেন বিরোধীরা। তাঁর ছেলের বিরুদ্ধে আন্দোলনের সময় ৪ জন কৃষককে গাড়িচাপা দিয়ে হত্যার অভিযোগ রয়েছে। আগামী বছরের শুরুতেই দেশটির ৫ রাজ্যের বিধানসভার নির্বাচন। তার আগে সরকার ও বিরোধী পক্ষ সংসদের অধিবেশন থেকে প্রচারে ফায়দা নেওয়ার চেষ্টা করেছেন পুরোদমে। তবে হই হট্টগোলের মধ্যেও সরকারপক্ষ ১০টি বিল পাস করিয়ে নিয়েছে। অধিবেশন হওয়ার কথা ছিল ১৮ দিন। কিন্তু ১৭ দিনের মাথায় তা মুলতবি ঘোষণা করা হয়।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ