হোম > ছাপা সংস্করণ

দুর্গাপুরে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে অটোরিকশা চালক মজিবুর রহমানকে (২২) গলা কেটে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন অটো সিএনজি মিশুক শ্রমিক লীগ উপজেলা শাখার নেতা-কর্মীরা।

গতকাল বুধবার দুপুরে বিক্ষোভ সমাবেশটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে।

মানববন্ধনে উপজেলা শাখার সভাপতি আহম্মদ মোড়ল সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি হজরত আলী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনসহ অনেকে। বক্তারা অতি দ্রুত মজিবুরের হত্যাকারীদের চিহ্নিত করে ছিনতাই হওয়া গাড়ি উদ্ধার এবং হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

উল্লেখ্য গত ৩ জানুয়ারি উপজেলার সদর ইউনিয়নের পূর্ব নলুয়াপাড়ার গ্রামের মো. আবুল কাসেমের ছেলে মজিবুর রহমান নিজ বাড়ি থেকে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বের হয়ে আর ফেরেনি। তার স্বজনেরা অনেক চেষ্টা করেও তাকে খুঁজে পাননি। পরদিন ৪ জানুয়ারি সকালে স্থানীয় লোকজন কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী লেংঙ্গুরা ইউনিয়নের তারানগর গ্রামে রাস্তার পাশে পুকুর পাড়ে একটি জবাই করা মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। এরপর পুলিশের সহযোগিতায় মজিবুর রহমানের পিতা আবুল কাসেম ঘটনাস্থলে গিয়ে তার ছেলে মুজিবুর বলে শনাক্ত করেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ