হোম > ছাপা সংস্করণ

ডুমুরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে আটক ৭

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের সাত সদস্যকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার রাতে চুকনগরের একটি আবাসিক হোটেল ও থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পরে শনিবার আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয় বলে নিশ্চিত করেছেন ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাসুদুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপরেশন) ইমদাদুল হক এবং মাগুরাঘোনা ফাঁড়ি উপপরিদর্শক (এসআই) এস এম হাবিবুল্লাহর নেতৃত্বাধীন বাহিনী চুকনগর বাসষ্ট্যান্ডের নিউ সুন্দরবন আবাসিক হোটেলের ১২ নম্বর কক্ষে অভিযান চালায়। এ সময় ৩ জনকে গ্রেপ্তার করা হয়।

তাঁরা হলেন ডুমুরিয়ার শোভনা পশ্চিমপাড়া গ্রামের সাইফুল শেখের ছেলে আল আমীন (২৪), ধামালিয়া গ্রামের সোহেল বিশ্বাসের ছেলে সাইফুল ইসলাম (১৯) এবং আমডাঙ্গা মিকশিমিল গ্রামের রাসেল শেখের ছেলে রায়হান শেখ (২০)। এ সময় তাঁদের কক্ষ তল্লাশি করে গ্রিল কাটার বড় কাতারি ২টি, লোহার বড় হাতুড়ি, রামদা, ছুরি, লোহার রডসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

তাঁদের স্বীকারোক্তি মোতাবেক দিনব্যাপী থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই দলের আরও ৪ সদস্যকে আটক করা হয়। তাঁরা হলেন, রুদাঘরা গ্রামের মৃত আজিজ মোড়লের ছেলে সবুজ মোড়ল (৩০), খরসংগ গ্রামের আবুবকর সরদারের ছেলে ইয়াসিন সরদার ওরফে তরিকুল সরদার (১৯), হান্নান মোল্যার ছেলে আল আমীন (২৮) এবং মৃত অনিল ভট্টাচার্য্যের ছেলে ভোলা ভট্টাচার্য্য (৪০)।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ