হোম > ছাপা সংস্করণ

আ.লীগের বিদ্রোহী প্রার্থীর ক্যাম্প ভাঙচুর

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার জৈনসার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর একটি নির্বাচনী ক্যাম্পে ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। ইউনিয়নের ভাটিমভোগ এলাকায় গত রোববার রাতে এ ঘটনা ঘটে।

গতকাল সোমবার দুপুরে আনারস প্রতীকের প্রার্থী রফিকুল ইসলাম দুদু এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন। রফিকুল ইসলাম বলেন, ‘ভোরে আমার কর্মীর মাধ্যমে ভাঙচুরের ঘটনা জানতে পেরে আমি ক্যাম্পে এসে সত্যতা পাই। তবে কারা করছে, এ বিষয়ে আমি জানি না। কারও বিরুদ্ধে আমার কোনো অভিযোগও নেই। শুধু রিটার্নিং কর্মকর্তার কাছে একটা লিখিত অভিযোগ দিয়েছি।’

এলাকাবাসী অনেকেই জানান, প্রার্থীর লোকজন নিজেরাই সুবিধা নেওয়ার জন্য এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

নির্বাচনী রিটার্নিং কর্মকর্তা শাহিনা ইসলাম বলেন, এ বিষয়ে একটা অভিযোগ পেয়েছি, আমরা তদন্ত করে ব্যবস্থা নেব।’

সিরাজদিখান থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, ‘চকিদারের মাধ্যমে জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে আমরা কোনো ভাঙচুরের আলামত পাইনি। ক্যাম্পের চেয়ার-টেবিল এলোমেলো ছাড়ানো-ছিটানো ছিল। এ বিষয়ে প্রার্থীর কোনো অভিযোগ নেই।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ