ভালুকা উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের জন্য যাচাই-বাছাই শেষে ৫ জন প্রার্থীর প্রার্থিতা বাতিল হয়েছে। গত বৃহস্পতিবার যাচাই-বাছাইয়ের কাজ শেষ হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদ হলরুমে বাছাই কার্যক্রম চালানো হয়। এতে বয়স জটিলতা ও ঋণ খেলাপির দায়ে ৫ জন প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছে। এর মধ্যে দুজন সংরক্ষিত মহিলা সদস্য ও তিনজন সাধারণ সদস্য প্রার্থী ছিলেন।
উপজেলার ১১টি ইউপিতে চেয়ারম্যান পদে ৭৭ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩৯ জন ও সাধারণ সদস্য পদে ৪২০ জন প্রার্থী রয়েছেন। আগামী ৩১ জানুয়ারি ষষ্ঠ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, যাচাই-বাছাই শেষে পাঁচজন প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছে।