হোম > ছাপা সংস্করণ

নগদ প্রশাসককে সাবেক সিইওর হুমকির অভিযোগ

হুমকি পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মোবাইলে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নগদে বাংলাদেশ ব্যাংকের নিযুক্ত প্রশাসক মুহম্মদ বদিউজ্জামান দিদার। তিনি প্রতিষ্ঠানটির সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তানভীর আহমেদ মিশুকের বিরুদ্ধে এই হুমকির অভিযোগ এনেছেন।

৫ সেপ্টেম্বর রাজধানীর বনানী থানায় মিশুকের বিরুদ্ধে জিডি করেন বদিউজ্জামান দিদার। ওই জিডিতে একটি ফোন নম্বর উল্লেখ করে দিদার বলেন, ৪ সেপ্টেম্বর নগদের সাবেক সিইও মিশুক তাঁর মোবাইল ফোনে হোয়াসটঅ্যাপের মাধ্যমে একটি খুদে বার্তা পাঠিয়েছেন। মূলত এই খুদে বার্তাকেই তিনি হুমকি হিসেবে দেখছেন বলে জিডিতে উল্লেখ করেছেন।

দায়ের করা জিডির কপি পর্যালোচনায় দেখা যায়, মিশুক খুদে বার্তা পাঠিয়ে দিদারকে বলেন, ‘আপনি অবৈধভাবে ক্ষমতার অপব্যবহার করছেন। আপনি আমাকে ব্যক্তিগতভাবে অপদস্থের চেষ্টা করছেন, কিন্তু তা পেশাগত বা আইনগতভাবে নয়। বিষয়টি আমি মাথায় রাখব।’

জিডিতে দিদার দাবি করেন, ওই খুদে বার্তার বক্তব্যে তিনি ‘একধরনের হুমকি বোধ’ করছেন। সে কারণেই থানায় জিডি করেছেন।

এ অভিযোগের বিষয়ে তানভীর আহমেদ মিশুকের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সরকার পরিবর্তনের পর গত ২১ আগস্ট ‘নগদ’ পরিচালনার জন্য প্রশাসক নিয়োগ করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। যখন এই সিদ্ধান্ত হয়, তখন মিশুক বিদেশে অবস্থান করছিলেন বলে জানা যায়। যদিও ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর তাঁকে প্রকাশ্যে দেখা যায়নি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ