হোম > ছাপা সংস্করণ

টিকা পাচ্ছে ১৫ হাজার মাধ্যমিক শিক্ষার্থী

তিতাস প্রতিনিধি

তিতাস উপজেলায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এ টিকা কার্যক্রম শুরু করা হয়। আগামী বুধবার পর্যন্ত টিকাদান কর্মসূচি চলবে। এই সময়ে উপজেলার মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদরাসা মিলে ২৭টি প্রতিষ্ঠানের ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণির ১৫ হাজার ২১৭ জন শিক্ষার্থী টিকা পাবে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একদল প্রশিক্ষিত স্বাস্থ্য কর্মীরা শিক্ষার্থীদের টিকা দিচ্ছে। উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এ জন্য আটটি বুথ স্থাপন করা হয়েছে।

গতকাল সকালে টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. পারভেজ হোসেন সরকার। এ সময় উপস্থিত ছিলেন ইউএনও এ টি এম মোর্শেদ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সরফরাজ হোসেন খান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ারা চৌধুরী প্রমুখ।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো, মাছিমপুর আর আর ইনসটিটিউশন, মেহনাজ হোসেন মীম আদর্শ সরকারি কলেজ, ইঞ্জিনিয়ার হারুন অর রশিদ গার্লস কলেজ, বাতাকান্দি সরকার সাহেব আ. আ. হোসেন মেমোরিয়াল উচ্চবিদ্যালয়, জিয়ারকান্দি সরকারি প্রাথামিক বিদ্যালয়, কাপাসকান্দি মডেল স্কুল, জগতপুর সাধনা উচ্চবিদ্যালয়, নারান্দিয়া কলিমিয়া উচ্চবিদ্যালয়, কেশবপুর বালিকা উচ্চবিদ্যালয়, মজিদপুর উচ্চবিদ্যালয়, কাঁঠালিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, লালপুর নজরুল ইসলাম উচ্চবিদ্যালয়, জুনাব আলী উচ্চবিদ্যালয়, বেগম ফজিলাতুননেছা স্কুল, ইউনিয়ন কারিগরি উচ্চবিদ্যালয়, গোপালপুর ড. মোশাররফ হোসেন উচ্চবিদ্যালয়, জিয়ারকান্দি হাফিজ উদ্দিন ফাজিল মাদরাসা, মঙ্গলকান্দি ফাজিল মাদরাসা, মোহনপুর দাখিল মাদরাসা, গাজীপুর আজিজিয়া আলিম মাদরাসা, কালাচান্দকান্দি ইসলামিয়া দাখিল মাদরাসা, মৌটুপী ইসলামিয়া দাখিল মাদরাসা, কালাইগোবিন্দপুর শেখ বদিউজ্জামান (র.) মহিলা দাখিল মাদরাসা, দুধঘাটা নুরে মোহাম্মদিয়া (সা.) দাখিল মাদরাসা, শাহপুর আনোয়ারুল হক দাখিল মাদরাসা ও গাজীপুর খান মডেল সরকারি স্কুল অ্যান্ড কলেজ।

উপজেলা মাধ্যমিক কর্মকর্তা আনোয়ারা চৌধুরী বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী উপজেলার মাধ্যমিক স্কুল ও মাদরাসার শিক্ষার্থীদের তালিকা আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে দিয়েছি। সে অনুযায়ী টিকাদান কার্যক্রম চলছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সরফরাজ হোসেন খান বলেন, ‘শিক্ষার্থীদের করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হচ্ছে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ