হোম > ছাপা সংস্করণ

নামাজের প্রাথমিক ফরজগুলো

মাওলানা ইসমাইল নাজিম

নামাজ শুরু করার আগে যেসব কাজ আবশ্যকীয়ভাবে পালন করতে হয়, সেগুলোকে নামাজের শর্ত বলা হয়। নামাজের শর্ত ৭টি। যথা

১. শরীর পবিত্র হওয়া। অজুর দরকার হলে অজু এবং গোসলের দরকার হলে গোসল করতে হবে। অপারগ হলে তায়াম্মুম করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ‘হে মুমিনগণ, যখন তোমরা সালাতে দাঁড়াতে চাও, তখন তোমাদের মুখ ও কনুই পর্যন্ত হাত ধুয়ে নাও, মাথা মাসেহ করো এবং টাখনু পর্যন্ত পা ধুয়ে নাও।’ (সুরা মায়েদা: ৬)

২. পোশাক পবিত্র হওয়া। পরনের জামা, পায়জামা, লুঙ্গি, টুপি, শাড়ি ইত্যাদি পবিত্র হতে হবে। আল্লাহ তাআলা বলেন, ‘আর তোমার পোশাক-পরিচ্ছদ পবিত্র করো।’ (সুরা মুদ্দাসসির: ৪)

৩. নামাজের জায়গা পবিত্র হওয়া। মুসল্লির দুই পা, দুই হাঁটু, দুই হাত ও সিজদার জায়গা পবিত্র হতে হবে।

৪. সতর ঢাকা। পুরুষের নাভির নিচ থেকে হাঁটুর নিচ পর্যন্ত এবং নারীদের দুই হাতের কবজি, পায়ের পাতা ও চেহারা ছাড়া পুরো শরীর ঢেকে রাখতে হবে। আল্লাহ তাআলা বলেন, ‘হে আদমসন্তান, তোমরা প্রতিটি নামাজে তোমাদের বেশভূষা গ্রহণ করো।’ (সুরা আরাফ: ৩১)

৫. কেবলামুখী হয়ে দাঁড়ানো। পবিত্র কাবাঘরের দিকে মুখ করে নামাজ পড়তে হবে। আল্লাহ তাআলা বলেন, ‘আর তুমি যেখান থেকেই বের হও, তোমার চেহারা মসজিদুল হারামের দিকে ফিরাও…।’ (সুরা বাকারা: ১৫০)

৬. নির্ধারিত সময়ে নামাজ আদায় করা। ওয়াক্ত হওয়ার আগে বা পরে আদায় করলে হবে না। আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয়ই নামাজ মুমিনদের ওপর নির্দিষ্ট সময়ে ফরজ।’ (সুরা নিসা: ১০৩)

৭. নামাজের নিয়ত করা। নামাজের আগে নামাজের ইচ্ছা পোষণ করা আবশ্যক। মহানবী (সা.) বলেন, ‘নিশ্চয়ই আমলের গ্রহণযোগ্যতা নিয়তের ওপর নির্ভরশীল।’ (বুখারি: ১)

লেখক: ইসলামবিষয়ক গবেষক

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ