বড়লেখায় মহান বিজয় দিবস-২০২১ উদ্যাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা হয়েছে।
গতকাল সোমবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে এর আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন সভার আয়োজন করে।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মুদাচ্ছির বিন আলী। সভায় বক্তব্য দেন-উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি প্রণয় কুমার দে, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রত্নদীপ বিশ্বাস, প্রাণিসম্পদ কর্মকর্তা আমিনুল ইসলাম, কৃষি কর্মকর্তা দেবল সরকার।
আরও বক্তব্য দেন-বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জায়েদ আহমদ, পল্লী বিদ্যুতের ডিজিএম এমাজ উদ্দিন সরদার, উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শামীম মোল্লা, বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন দাস, প্রেসক্লাবের সভাপতি অসিত রঞ্জন দাস, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মঞ্জু লাল দে প্রমুখ।