বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে বগুড়া জেলা ফুটবল দলকে ৫-৬ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে জয়পুরহাট জেলা ফুটবল দল। গত সোমবার বিকেলে জয়পুরহাট জেলা স্টেডিয়াম মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
ম্যাচটি অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল। দুপক্ষই একে অপরকে ঘায়েল করার জন্য আক্রমণ পাল্টা-আক্রমণ করে খেলাকে বেশ জমিয়ে তোলে। খেলাজুড়েই ছিল টান টান উত্তেজনা। দর্শকেরা প্রাণভরে খেলাটি উপভোগ করেন। খেলার প্রথমার্ধে থাকে গোলশূন্য। কিন্তু শেষ পর্যন্ত কোনো দলই গোলের দেখা না পাওয়ায়, খেলা গড়ায় টাইব্রেকারে।
সেখানে বগুড়া জেলাকে ৫-৬ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে জয়পুরহাট। ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা। সেখানে কুষ্টিয়া ফুটবল দলের মুখোমুখি হবে জয়পুরহাট ফুটবল দল।