দেশের প্রেক্ষাগৃহ কিংবা আন্তর্জাতিক পুরস্কার, সব মিলিয়ে ঢাকাই সিনেমায় বইছে সুবাতাস। সর্বশেষ সাফল্যের এই মুকুটে আরও একটি পালক যোগ করল যুবরাজ শামিম পরিচালিত ‘আদিম’। নিউইয়র্কে ১২তম কুইন্স ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালের ‘বেস্ট অব দ্য ফেস্ট’ বিভাগে সেরা সিনেমা নির্বাচিত হয়েছে ‘আদিম’।
শুধু পুরস্কারই নয়, উৎসবের আর্টিস্টিক ডিরেক্টর প্রেস্টন ক্যাটো সিনেমাটির ভূয়সী প্রশংসা করেছেন। পুরস্কার ঘোষণার সময় তিনি বলেন, ‘আমি আমার জীবনে এমন সিনেমা দেখিনি। দৃশ্যগুলো বেশ জীবন্ত আর মানুষগুলো একদম বাস্তবিক। ছবিটি দেখার সময় আমার মনে হয়েছে, আমি বাস্তবতা দেখছি।’
ভিসা জটিলতার কারণে উৎসবে অংশ নিতে নিউইয়র্কে যেতে পারেননি শামীম। তবে পুরস্কার প্রাপ্তির খবরে উচ্ছ্বসিত তিনি। আন্তর্জাতিক অঙ্গনে ‘আদিম’-এর জয়জয়কার স্বাধীন নির্মাতাদের নতুন করে সাহস জোগাচ্ছে বলে মনে করেন শামিম।
এর আগে মস্কো চলচ্চিত্র উৎসবে সিলভার সেন্ট জর্জ অ্যাওয়ার্ড জিতেছে বাংলাদেশের সিনেমা ‘আদিম’। সেই সঙ্গে পেয়েছে নেটপ্যাক সম্মাননা। এর পর সিনেমাটি প্রদর্শন হয়েছে ইতালির ২৫তম রিলিজিয়ন টুডে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। সেখানেও সিনেমাটি দর্শকের প্রশংসা পায়। এবার দেশের দর্শকদের সিনেমাটি দেখানোর পরিকল্পনা করছেন শামিম। তবে তিনি জানেন, দেশে এ ধরনের সিনেমা মুক্তি দেওয়ার প্রক্রিয়া সহজ নয়। এরপরও আগামী বছরের শুরুর দিকে আদিম সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন যুবরাজ শামিম।
‘আদিম’ সিনেমার কাহিনি একটি বস্তিকে কেন্দ্র করে। শুটিং হয়েছে টঙ্গীর একটি বস্তিতে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বাদশা, দুলাল, সোহাগী, সাদেক প্রমুখ। চিত্রগ্রহণে ছিলেন আমির হামজা এবং সাউন্ড ও কালার করেছেন সুজন মাহমুদ। গণ-অর্থায়নে নির্মাতার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান রসায়নের ব্যানারে নির্মিত হয়েছে সিনেমাটি। সহ-প্রযোজক সিনেমাকার ও লোটাস ফিল্ম।