হোম > ছাপা সংস্করণ

সিসিটিভির ফুটেজ দেখে ছিনতাইকারী গ্রেপ্তার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে পারুল আক্তার (৫০) নামের এক ছিনতাইকারী চক্রের সদস্যকে আটক করে পুলিশে দিয়েছে ব্যবসায়ীরা। গত শনিবার বিকেলে পৌর সদর ন্যাশনাল মার্কেটে সিসিটিভি ফুটেজ দেখে তাঁকে আটক করা হয়।

এদিকে এ ঘটনায় আটক পারুল আক্তারসহ অজ্ঞাত পাঁচ ছিনতাইকারীকে আসামি করে সীতাকুণ্ড থানায় মামলা করা হয়েছে। মামলাটির বাদী হয়েছেন পৌর সদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির প্রচার সম্পাদক মো. জাহাঙ্গীর আলম।

মামলার বাদী জাহাঙ্গীর জানান, শনিবার পৌর সদরের ন্যাশনাল মার্কেটের সুমাইয়া ফ্যাশনে ঈদের কেনাকাটা করতে আসা ক্রেতা নুসরাত ইয়াসমিন, রিনা ও সাজেদা ছিনতাইয়ের শিকার হন। ছিনতাইকারীরা নুসরাতের ব্যাগে থাকা এক হাজার ৬০০ টাকা, রিনা আক্তারের ৮ হাজার টাকা এবং সাজেদার ৩০ হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যায়। ঘটনার পর পর তারা বিষয়টি দোকান মালিক এবং পরবর্তীতে পৌর সদর ব্যবসায়ীর দোকান মালিক সমিতির অফিসে জানান। অভিযোগ পরবর্তীতে দোকানের সিসিটিভি ফুটেজ দেখে সন্দেহভাজন মহিলা পারুল আক্তারকে আটক করা হয়।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক জানান, পৌর সদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির প্রচার সম্পাদকের দায়ের করা মামলায় আটক ছিনতাইকারী চক্রের ওই মহিলা সদস্যকে রোববার সকালে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আসন্ন ঈদকে ঘিরে পৌর সদর বাজারে ছিনতাইসহ সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ