কোনো প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বান্দরবানের আলীকদম উপজেলা নির্বাচন কর্মকর্তা আতিকুল ইসলাম চৌধুরী। গত সোমবার উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাচন কার্যালয় আয়োজিত মতবিনিময় সভায় এই কথা বলেন।
আলীকদম উপজেলায় তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রার্থীদের নিয়ে নির্বাচনী আচরণবিধি সংক্রান্ত মতবিনিময় অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন তৃতীয় ধাপে ইউপি নির্বাচনের চেয়ারম্যান, সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্যদের নির্বাচনী আচরণ বিধি সম্পর্কে ধারণা ও প্রতিপালনে সম্পর্কে আলোচনা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আতিকুল ইসলাম চৌধুরী।